আগামী ০৯/০৭/২০২৩ খ্রিঃ তারিখে জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র, কাতিয়ারচর , কিশোরগঞ্জে ২১ দিন মেয়াদী অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে-
প্রশিক্ষণার্থীদের যোগ্যতাঃ
১। জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।
২। বয়স ১৮-৩০ এর মধ্যে হতে হবে ।
৩।
সর্বনিম্ন জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৪। উচ্চতা কমপক্ষে ৫.৪’’ হতে হবে।
৫। মামলা আছে বা সাজাপ্রাপ্ত ব্যক্তি অযোগ্য বলে বিবেচিত।
৬। স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করার মনোভাব থাকতে হবে।
৭। হোসেনপুর উপজেলার বাসিন্দা হতে হবে।
আগ্রহী প্রার্থীগণ নিম্নে বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ০৬/০৭/২০২৩ খ্রিঃ তারিখের মধ্যে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়, হোসেনপুর, কিশোরগঞ্জ-এ যোগাযোগ করে সশরীরে উপস্থিত হয়ে প্লাটুনভুক্ত সনদ নিয়ে ০৮/০৭/২০২৩ খ্রিঃ তারিখ বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র, কাতিয়ারচর , কিশোরগঞ্জে হাজির হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্রঃ
১। শিক্ষাগত যোগ্যতার ফটোকপি,
২। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি,
৩। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌর কাউন্সিল থেকে প্রাপ্ত নাগরিকত্ব সনদের ফটোকপি,
৪। পাসপোর্ট সাইজের এক কপি ছবি,
৫। প্লাটুনভুক্তির সনদ (সংশ্লিষ্ট উপজেলা আনসার ভিডিপি অফিস থেকে সংগ্রহ করতে হবে),
৬। উপরোল্লেখিত কাগজপত্রের অরিজিনাল কপি কেবলমাত্র প্রদর্শনের জন্য সাথে আনতে হবে।